• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ডিসি পদে কর্মকর্তা নির্বাচনে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৩:২৭ পিএম
ডিসি পদে কর্মকর্তা নির্বাচনে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা

জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের জন্য ২৭ মার্চ থেকে যোগ্য কর্মকর্তা নির্বাচনে উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের সাক্ষাৎকার শুরু হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে রোববার (২০ মার্চ) জারি করা এক চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, মোট ১৭৫ জন কর্মকর্তাকে সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য ডাকা হয়েছে। ২৭ মার্চ ও ৩, ৪, ৬, ৭ ও ১০ এপ্রিল সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ২৫ জন ও ৩, ৪, ৬, ৭ ও ১০ এপ্রিল ৩০ জন করে কর্মকর্তার সাক্ষাৎকার নেওয়া হবে। ২৭ মার্চ দুপুর ২টা, ৩ এপ্রিল ১১টা, ৪ ও ৬ এপ্রিল সকাল ১০টা, ৭ এপ্রিল সকাল সাড়ে ১১টা, ১০ এপ্রিল ১০টায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।

এছাড়া সাধারণত উপসচিব পদমর্যাদার কর্মকর্তারা ডিসি পদে নিয়োগ পেয়ে থাকেন। নির্বাচিত যোগ্য কর্মকর্তাদের মধ্য থেকে পরবর্তী সময়ে ডিসি নিয়োগ দেওয়া হবে।

এদিকে জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসি জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা ও কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা বিষয়গুলো দেখে থাকেন।

এছাড়া নির্বাচিত সরকারের বিশেষ কর্মসূচি ও চলমান উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করে থাকেন।

এই পদের জন্য যাদের ডাকা হয়েছে

Link copied!